প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন।

আজ প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে কোন সাংস্কৃতিক আয়োজন নয়, নয় কোন গেট টুগেদার; এক কথায় কোন বিলাসিতা নয়। আমরা আজ এই পবিত্র রমজান মাসে প্রান্তিক জনগোষ্ঠী বা যারা সুবিধাবঞ্চিত, তাদের সাথে ইফতার করবো। উদ্যোগটা সামান্য। কিন্ত মনের সন্তষ্টির জন্য এটাই সবচেয়ে ভালো উদ্যোগ বলে আমরা মনে করি।

আপনি যেমন বিলাসবহুল ইফতার করেন বাড়িতে, তেমনটিও নয়। গ্রামের মানুষ খুব সামান্যতেই সন্তষ্ট হয়৷ সবকিছু বিবেচনা করে ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের আজকের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত হতে যাচ্ছে কুড়িগ্রাম জেলার, ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গার চরে।

বিকেল ৫টা থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটি শুরু হয়ে, আলোচনা সভা, পরে দোয়া ও মোনাজাত করে ইফতার, অতঃপর সকলে একসাথে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে প্রোগ্রামটির সমাপ্তি ঘোষণা করা হবে৷

#DFB
#DFBTeam
#dfbyfb
#donateforbhurungamari
#donateforbhurungamariyouthfoundationbangladesh

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top