ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।

আজ ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। 🎉
যাত্রাটি শুরু হয়েছিলো ঠিক এই দিনে, “ডোনেট ফর ভূরুঙ্গামারী” নামে। এই দুই বছরের যাত্রাটি খুব সহজ ছিলোনা। শতশত তরুণ যুবরা করোনার শুরু থেকে, করোনা প্রতিরোধে প্রত্যন্ত অঞ্চলগুলোতে কাজ করেছে। আমাদের সবথেকে বড় অর্জন যেটি আমি মনে করি তা হলো, আমরা প্রায় সকল সরকারি প্রতিষ্ঠান বা দপ্তরগুলোর সাথে একত্রে কাজ করেছি। প্রথমে ছিলো করোনার ধাক্কা সামলানো ও জরুরী স্বাস্থ্যসেবা প্রদান, পরে আসলো ভ্যাকসিনেশন প্রোগ্রাম। এছাড়া শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ইত্যাদি বিষয়গুলো ছিলো এবং এখনও আছে। এছাড়া আত্ন-কর্মসংস্থান ও বেকারত্ব দূরীকরণে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। 📝
আমি সবার আগে ধন্যবাদ জানাবো যারা নিঃস্বার্থভাবে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, সেই ভাই ও বোনদের। অতঃপর ধন্যবাদ জানাই আমাদেরকে যারা আর্থিকভাবে সাপোর্ট দিয়েছেন। তাদের এই সাপোর্ট ছাড়া গত দুই বছরে এতোগুলো প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতোনা। শ্রদ্ধাভরে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত উপদেষ্টটাগণকে; তারাই আমাদের প্রতি প্রথম বিশ্বাস রেখেছিলেন এবং এই দুই বছরে আশা করি আমরা তাদের বিশ্বাস অটুট রাখতে পেরেছি।
আরও ধন্যবাদ জানাচ্ছি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এখনও করে যাচ্ছেন। আমাদের সকল অর্জন কারও একার দ্বারা অর্জিত হয়নি। সকলে মিলে আমরা কাজ করেছি এবং এখনও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। ✌️
ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে আমাদের যেসকল সদস্য ও ভলান্টিয়ার ভাই ও বোনেরা রয়েছেন, এই দিনে আপনারা আমার শুভেচ্ছা নিবেন। আপনারা অবশ্যই আপনাদের এই ভালো কাজগুলোর পুরস্কার এই কালে নাহলেও, পরকালে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি আহবান রইলো, যেভাবে পাশে ছিলেন, সেভাবেই সবসময় পাশে থাকবেন। ❤️
সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি দেশের সর্বস্তরের মানুষদের। যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের এই পথ চলা। 🇧🇩
ধন্যবাদান্তে,
মোঃ আশিকুর রহমান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ডোনেট ফর ভূরুঙ্গামারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ।
May be an image of text that says 'Foundation Rnr DFB BHURUNGAMARI DONATE Frontline Disaster Responder 5 April 2022 2nd Happy Anniversary On This Special Day, We are pleased to have all of you with us. Please Keep us in your prayers. Donate for Bhurungamari Youth Foundation Bangladesh ©dfbyfoundationbd.org'