অনেক এপ্লিকেশন জমা পড়েছিলো। তাদের মধ্য থেকে বয়স বিবেচনায় এবং অগ্রাধিকার ভিত্তিতে, নিম্নোক্ত প্রশিক্ষণার্থীদেরকে যুব উন্নয়ন অধিদপ্তর, ভূরুঙ্গামারী উপজেলা কর্তৃক আয়োজিত ৭ দিনব্যাপী ট্রেনিংয়ের জন্য বাছাই করা হয়েছে।
আগামী ২২/০২/২০২২ইং বিকেল ৩টা থেকে ট্রেনিং শুরু হতে যাচ্ছে। বাছাইকৃত সকলকে ২২ তারিখ বিকেল ৩ টার মধ্যে কিশলয় বিদ্যা নিকেতন (ভূরুঙ্গামারী মহিলা কলেজ সংলগ্ন) মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। কেউ যথাসময়ে উপস্থিত হতে না পারলে বা দেরি করলে তার নোমিনেশন বাতিল বলে গণ্য হবে এবং তিনি আর ট্রেনিংয়ে অংশগ্রহণ করতে পারবেন না।
বাছাইকৃত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

