ভারতীয় সীমান্তবর্তী কালজানী নদীতে পানিবৃদ্ধি
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির প্রভাবে ভারতীয় সীমান্তবর্তী কালজানী নদীতে পানিবৃদ্ধি ও নদীর পাড় ভাঙ্গনের ফলে সৃষ্ট জন-দুর্ভোগের চিত্র তুলে ধরতে উক্ত এলাকাগুলোতে ডোনেট ফর ভূরুঙ্গামারী টিমের পরিদর্শন ও বর্তমান সংকটময় অবস্থার চিত্র। Donate for Bhurungamari is a non-profit & charitable organization that works to reduce the...