প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে সমন্বয় করে, ডোনেট ফর ভূরুঙ্গামারীর ভলান্টিয়াররা, ভূরুঙ্গামারী উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন এবং ওয়ার্ডে, করোনা প্রতিরোধে ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। ভ্যাকসিন গ্রহণে ভয়ের কিছু নেই। বরং দেখা গেছে, যারা ভ্যাকসিন নিয়েছেন, তাদের মধ্যে শতকরা প্রায় ৯৮ শতাংশ মানুষের দেহে, করোনা ভাইরাস প্রতিরোধে প্রয়োজনীয় এন্টিবডি তৈরি হয়েছে। তাই কুসংস্কার বা কোন গুজবে বিশ্বাস না করে, দ্রুত ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন।

আগামী ৭ আগস্ট থেকে, সরকার ঘোষিত সপ্তাহব্যাপী গণটিকা কার্যক্রমে, ডোনেট ফর ভূরুঙ্গামারী টিম থাকছে আপনাদের পাশে। আসুন, টিকা গ্রহণের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখি, নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখি; তথা পুরো দেশ ও দেশের মানুষকে করোনা ভাইরাস হতে সুরক্ষিত রাখি।

#donateforbhurungamari
Visit our Facebook Page: https://www.facebook.com/donateforbhurungamari

To Support Our Work, Please Donate Us to the given link- https://donateforbhurungamari.com/donate-now/